নিখোঁজের পর প্রবাসীর গলিত মরদেহ উদ্ধার

0

চট্টগ্রামের হাটহাজারীতে নিখোঁজের পাঁচ দিন পর নূর মোহাম্মদ (৬০) নামে এক প্রবাসীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩১ মার্চ) বিকেল চারটার দিকে উপজেলার দক্ষিণ মাদার্শা এলাকার কাটাখালী খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত প্রবাসী নূর মোহাম্মদ রাউজানের পশ্চিম গহিরার বাসিন্দা।

হাটহাজারী থানার ওসি (তদন্ত) নুরুল আলম বলেন, উদ্ধারকৃত মরদেহের পা ও গলায় কাপড় প্যাঁচানো অবস্থায় ছিল। নূর মোহাম্মদকে হত্যার পর মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। উদ্ধারের পর তার পকেট থেকে একটি টুপি, একটি মানিব্যাগ ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, লাশের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, গত ২ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাত থেকে ছুটিতে তিনি দেশে আসেন নূর মোহাম্মদ। গত ২৬ মার্চ সন্ধ্যায় বাড়ি থেকে বাজার করতে বের হলে আর ফেরেইন তিনি। এ ব্যাপারে গত ২৮ মার্চ রাউজান থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছিল।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।