নিখোঁজ ছেলেকে ফিরে পেতে মায়ের আকুতি

প্রায় ৫ দিন ধরে নিখোঁজ চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়া ইউনিয়নের আজিমপুর কালা চৌধুরীর বাসিন্দা মো. সাকিবুল ইসলামের (১৬) এখনও সন্ধান মিলেনি। সন্তানকে ফিরে পেতে সকলের কাছে সহায়তা চেয়েছেন নিখোঁজ কিশোরের মা।

জানা গেছে, গত বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার কচুয়া ইউনিয়নের আজিমপুর কালা চৌধুরী গ্রাম থেকে সে নিখোঁজ হয়। নিখোঁজ কিশোর একই এলাকার মোহাম্মদীয়া কালা চৌধুরী সুন্নিয়া নূরানী মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী ছিল।

সন্তানকে হারিয়ে দিনমজুর বাবা ও গৃহিণী মায়ের দুশ্চিন্তার শেষ নেই। সন্তানকে ফিরে পেতে দেশবাসীসহ প্রশাসনের কাছে আকুতি জানিয়েছেন তারা।

এদিকে সন্তানকে অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে রোববার (২৯ সেপ্টেম্বর) পটিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নিখোঁজ সাকিবের মা কামরুন্নাহার। সে আজিমপুর কালা চৌধুরী বাড়ির মো. আবুল হোসেনের পুত্র।

নিখোঁজ সাকিবুল ইসলামের মামা মোহাম্মদ ইদ্রিছ জানান, গত বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৬টায় তার ছোটভাইসহ তাকে মাদ্রাসায় পৌঁছে দেন মা। দুপুরের দিকে মাদ্রাসা থেকে তার ছোটভাই ফিরলেও সে আসেনি। এরপর থেকে তার কোনো খবর পাওয়া যাচ্ছে না। আজ ৫ দিন হয়ে গেছে, আমার ভাগিনাকে কোথাও পাচ্ছি না। পরে থানায় সাধারণ ডায়েরি করেছি। তাকে ফিরে পেতে প্রশাসনসহ সকলের সহায়তা কামনা করছি।

কোনো হৃদয়বান ব্যক্তি যদি তার সন্ধান পান, তাহলে 01873168934, 01620-856285 নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন নিখোঁজের পরিবার।।

মন্তব্য নেওয়া বন্ধ।