নিখোঁজ পল্লীবিদ্যুৎ সমিতির পরিচালকের মরদেহ পাওয়া গেছে

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ফেরির সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী নৌকা উল্টে নিখোঁজ চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ-১ এর পরিচালক আশরাফ উদ্দিন কাজলের মরদেহ পাওয়া গেছে। রবিবার (২৩ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কালুরঘাট ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার বাহার উদ্দিন। তিনি বলেন, কর্ণফুলী নদীর চান্দগাঁও হামিদচর এলাকায় কাজলের লাশটি ভেসে উঠলে স্থানীয়রা দেখতে পান। কোস্টগার্ড উদ্ধারে গেছে।

এর আগে, গতকাল শনিবার (২২ জুন) বিকেল সাড়ে ৫টায় কালুরঘাট সেতুর পশ্চিম প্রান্তের ফেরিঘাটে একটি যাত্রীবাহী নৌকা ফেরিকে ধাক্কা দিলে নৌকা থেকে কাজলসহ দু’জন নদীতে পড়ে যায়। এর মধ্যে নূর কাদের কূলে উঠতে পারলেও কাজল নদীতে তলিয়ে যান।

প্রসঙ্গত, বোয়ালখালী উপজেলার সঙ্গে চট্টগ্রাম শহরের সংযোগ তৈরি করা কালুরঘাট রেল ও সড়ক সেতুটি সংস্কারের জন্য গত বছরের ১ অগাস্ট থেকে বন্ধ রয়েছে। ওই সময় থেকে যাত্রী ও যানবাহন পারাপারে কর্ণফুলীতে ফেরি চালু হয়।

মন্তব্য নেওয়া বন্ধ।