নিপার পরিবারকে আর্থিক সহায়তা দিলেন মেয়র, পরিবারের সদস্য পাবে চাকরি

বৃষ্টিতে পাহাড়ি ঢলের পানিতে পড়ে প্রাণ হারানো নিপা পালিতের শোকগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। মঙ্গলবার (৮ আগস্ট) মেয়র নিহত নিপা পালিতের পরিবারের হাতে নগদ ১ লক্ষ টাকার অনুদান তুলে দেন। আশ্বাস দেন নিহতের পরিবারের একজন সদস্যকে চাকরি দেয়ার।

এসময় নিহতের পরিবার জানায়, নিহত নিপা দীর্ঘদিন ধরে মৃগী রোগে আক্রান্ত ছিল। দূর্ভাগ্যজনকভাবে পথচলার সময়ে হঠাৎ মাথা ঘুরে পাহাড়ি ঢলের নালাভর্তি পানিতে পড়ে যায় নিপা এবং অসুস্থতার কারণে নালা থেকে উঠতে না পেরে মারা যায়।

নিহতের পরিবারের সাথে সাক্ষাতের পর উপস্থিত সাংবাদিকদের মেয়র বলেন, নিপার মৃত্যুর ঘটনা অত্যন্ত মর্মান্তিক। সন্তানের এমন চলে যাওয়া কোনো বাবা-মায়ের পক্ষে মেনে নেয়া সম্ভব না। সন্তান হারানোর মতো এত বড় বেদনা আর হতে পারে না। মহান সৃষ্টিকর্তা নিপার পরিবারকে এই শোক সইবার শক্তি ও ধৈর্য্য দিক।
নিহত নিপা পালিতের পরিবার আর্থিকভাবে অত্যন্ত অস্বচ্ছল হওয়ায় আমি তাকে আর্থিক অনুদান দিয়েছি। এছাড়া নিহতের বোন উপমা পালিত উচ্চ মাধ্যমিকে অধ্যয়নরত, ওর পড়াশোনা শেষ হলে চাকরি প্রদান করব।

এলাকাবাসী ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের বিভিন্ন সমস্যা সম্পর্কে মেয়রকে জানালে, মেয়র তাৎক্ষণিক সংশ্লিষ্ট কর্মকর্তাদের পদক্ষেপ গ্রহণের জন্য মৌখিক নির্দেশনা দেন।
এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর গাজী মো. শফিউল আজিম, আবদুল মান্নান, আশরাফুল আলম, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, নির্বাহী প্রকৌশলী রিফাতুল করিমসহ এলাকাবাসী।

মন্তব্য নেওয়া বন্ধ।