আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের প্রার্থী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির নির্বাচনী কেন্দ্র পরিচালনা কমিটি গঠন ও মতবিনিময় সভা করেছে বৈরাগ ইউনিয়ন আওয়ামী লীগ।
শুক্রবার (৮ ডিসেম্বর) রাতে উপজেলার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি শফিউল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মোহাম্মদ দস্তগীরের সঞ্চালনায় ইউনিয়নের ৪,৫ ও ৬ নম্বর ওয়ার্ডের নির্বাচনী কেন্দ্র পরিচালনা কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে রাখেন আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম.এ মান্নান চৌধুরী, উদ্বোধক ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক ও বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান নোয়াব আলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আনোয়ার হোসেন কন্ট্রাক্টর, অর্থ সম্পাদক মো. জসিম উদ্দিন চৌধুরী, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আবু ছৈয়দ, উপজেলা যুবলীগের আহ্বায়ক শওকত ওসমান।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা নাসির আহমেদ শাহ্, ফরিদ আহমদ শাহ্, রফিক আহমদ সওদাগরসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
সভায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে প্রার্থী ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপিকে জয়ী করতে সার্বিক প্রস্ততি ও দিক নির্দেশনা দেন নেতৃবৃন্দরা।
মন্তব্য নেওয়া বন্ধ।