ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেছেন, রাজনীতি দেশের মানুষের শান্তির জন্য, আওয়ামী লীগ কখনও মানুষের ক্ষতির রাজনীতি করে না, আগামী নির্বাচনকে সামনে রেখে কেউ অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে সাংগঠনিক ভাবে মোকাবেল করতে হবে। এই জন্য আওয়ামীলী গের তৃণমুলের নেতা কর্মীদের সংঘটিত হতে হবে।
শনিবার (১৭ ডিসেম্বর) রাতে নগরীর সার্সন রোড় ভূমিমন্ত্রীর বাসভবনে আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি জামায়াত দেশে অস্থিরতা সৃষ্টির জন্য নানা কৌশলে ষড়যন্ত্র করছে। তৃণমূলে আওয়ামী লীগকে সুসংগঠিত করে এসব ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে হবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির সভাপতি অধ্যাপক এম.এ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, সাবেক সহ সভাপতি ভিপি জাফর উদ্দিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সুগ্রীব মজুমদার দোলন, মঈনুদ্দিন মনসুর, শাহাব উদ্দিন, সগীর আজাদ আনোয়ার হোসেন কন্ট্রাক্টর, চেয়ারম্যানদের মধ্যে নোয়াব আলী, এম.এ কাইয়ূম শাহ্, আফতাব উদ্দিন চৌধুরী সোহেল, আমিন শরীফ, মোহাম্মদ ইদ্রিছ, অসীম কুমার দেব, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি নুরুল আবছার তালুকদার, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সৈয়দ, যুবলীগের যুগ্ম আহ্বায়ক আনুপম চক্রবর্তী বাবু প্রমূখ।
এর আগে শনিবার বিকালে আওয়ামী লীগের নবগঠিত কমিটি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য প্রয়াত আখতারুজ্জামান চৌধুরী বাবুর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
মন্তব্য নেওয়া বন্ধ।