চট্টগ্রামের কর্ণফুলীর চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদের নির্বাচনী সহিংসতায় মো. রমজান আলী (৩৫) নামে এক স্বেচ্ছাসেবকলীগ নেতাকে হত্যার ঘটনায় ৭ জনের নাম উল্লেখ করে কর্ণফুলী থানায় মামলা দায়ের করেছেন নিহতের পরিবার।
শুক্রবার (১৭ জুন) বিকালে নিহত রমজান আলীর ভাই মোহাম্মদ আলমগীর বাদী হয়ে চরপাথরঘাটা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইছানগর এলাকার শহিদুল ইসলাম হৃদয়কে (১৯) প্রধান আসামী করে এ হত্যা মামলা দায়ের করেন।
মামলার অন্য আসামীরা হলেন একই এলাকার মোহাম্মদ রাশেদ (২৮), জাহাঙ্গীর আলম পারভেজ (১৮), খোরশেদ আলম (৩০), আবুল কালাম (৩২), আরিফুল ইসলাম দুদু (১৯), বিজয় (২০)। মামলায় অজ্ঞাত আরও ২-৩ জনকে আসামী করা হয়।
গত বুধবার কর্ণফুলীর চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ইউপি সদস্য পদে জয়ী সাইদুল হকের অনুসারীরা পরাজিত সদস্য প্রার্থী ইসহাকের অনুসারী রমজান আলীকে বৃহস্পতিবার রাত আটটায় উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর এলাকায় ছুরিকাঘাত করে। ঘটনার পর গুরুতর আহত অবস্থায় রাত পৌনে ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রমজার কর্ণফুলী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের পাঠাগার বিষয়ক সম্পাদক এবং একই এলাকার বাদশা ফকির বাড়ির বাদশা ফকিরের পুত্র।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ চট্টগ্রাম খবরকে বলেন, নিহতের ভাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য নেওয়া বন্ধ।