চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটায় ইউপি নির্বাচনের পরদিন রমজান আলী (৩৫) নামে এক উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা খুন হয়েছেন। নিহত রমজান আলী চরপাথরঘাটার বাদশা ফকির বাড়ির বাদশা ফকিরের ছেলে।
বৃহস্পতিবার (১৬ জুন) রাত ৮টায় উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর এলাকায় এ ঘটনা ঘটে। তিনি নির্বাচনে ইউপি সাধারণ সদস্য প্রার্থী ইছহাকের সমর্থক ছিলেন এবং উপজেলা স্বেচ্ছাসেবকলীগের পাঠাগার বিষয়ক সম্পাদক ছিলেন।
ছুরিকাঘাত করার পর ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। এর আগে বুধবার (১৫ জুন) কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, কর্ণফুলী থেকে ছুরিকাঘাতে আহত এক ব্যক্তিকে চমেকের জরুরী বিভাগে আনা হয়। পরে সেখানে কর্তরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছে।
নিহতের স্বজনরা জানান, গত বুধবার কর্ণফুলীর চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সদস্য পদে জয়ী সাইদুল হকের অনুসারীরা পরাজিত সদস্য প্রার্থী ইসহাকের অনুসারী রমজান আলীকে ছুরিকাঘাত করে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ জানান, পরাজিত মেম্বার প্রার্থী ইছাহাকের সমর্থক ছিলেন রমজান। যারা এ খুনের সাথে জড়িত তাদের আটকের জন্য পুলিশের অভিযান চলছে। এখনও পর্যন্ত কেউ এজাহার দেয়নি। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
মন্তব্য নেওয়া বন্ধ।