আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলা ও ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটি এবং কেন্দ্র পরিচালনা কমিটির সিনিয়র নেতৃবৃন্দের সমন্বয়ে লংগদুতে বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ ডিসেম্বর) সকাল ১১টায় লংগদু উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে ৭টি ইউনিয়নের নেতাকর্মীদের নিয়ে এই সমন্বয় সভা হয়।
এতে উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও আওয়ামী লীগের সভাপতি মো. সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ এর পরিচালনা কমিটির রাঙামাটি ২৯৯নং সংসদীয় আসনের চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য শাহাদাৎ হোসেন শিপুর সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ এর পরিচালনা কমিটির রাঙামাটি সংসদীয় আসনের সদস্য সচিব, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য হাজী মো. মুছা মাতব্বর এবং বিশেষ অতিথির বক্তব্য দেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ এর পরিচালনা কমিটির রাঙামাটি ২৯৯নং সংসদীয় আসনের কো-চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. হাবিবুর রহমান।
এছাড়াও আরো বক্তব্য রাখেন, রাঙামাটি জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব বাবুল দাশ বাবু, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুল আলী, জেলা পরিষদ ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আব্দুর রহিম, উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য নির্পণ চাকমা, মাইনীমূখ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব বেলাল হোসেন, যুবলীগের সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য কামাল হোসেন পাশা প্রমুখ।
নির্বাচনী সমন্বয় সভায় স্বাগত বক্তব্য রাখেন লংগদু উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আল মাহমুদ।
নির্বাচনী প্রচারণার বিশেষ এ সমন্বয় সভায় বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্রিক দলের নেতাকর্মী সহ সাধারণ কর্মীদের মাঠে নৌকার পক্ষে কাজ করার জন্য নির্দেশনা দেয়া হয়। একই সাথে নৌকার বিজয় নিশ্চিত করার জন্য প্রতিটি ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ের দলের দায়িত্বরত সকল কর্মী ও নেতাদের সাধারণ ভোটারদের কাছে নৌকার পক্ষে ভোট চাওয়া কথা সহ নির্বাচন পরিচালনা কমিটি করে নির্বাচনের জন্য যে সকল কাজ রয়েছে সেটি দ্রুত এগিয়ে নেয়ার জন্য পরামর্শ প্রদান করা হয়।
সভায় রাঙামাটি জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য আব্দুর রহমান, মো. হাবিবুর রহমান ও মো. রফিকুল ইসলাম তালুকদার, জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ওয়াশিংটন চাকমা, জেলা আওয়ামী লীগের সদস্য হাজী ফয়েজুল আজীম, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সুভাষ চন্দ্র দাশ, সহ সভাপতি সহিদুর রহমান, জেলা পরিষদের সদস্য আসমা বেগম, মহিলা বিষয়ক সম্পাদক আনোয়ারা বেগম, যুবলীগের সভাপতি মো. চান মিয়া, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী তানিয়া আফরোজ হাওয়া, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. সাদেক হোসেন ও ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল মামুন খান সহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মন্তব্য নেওয়া বন্ধ।