নির্বাচন পর্যবেক্ষণে ৫০ দেশ আবেদন করেছেন—ইসি আনিছুর

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইতোমধ্যে ৫০টি দেশ নির্বাচন পর্যবেক্ষণের জন্য আসার আবেদন করেছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান। তিনি বলেন, আমরা চাই আরো বেশি পর্যবেক্ষক দল আসুক এবং তারা নির্বাচন দেখুক। দেখে তারা বিশ্লেষণ করুক।

সোমবার (২৭ নভেম্বর) সকালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ নির্বাচন কমিশনের আয়োজনে এবং রাঙামাটি জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে রাঙামাটি ও খাগড়াছড়ি পার্বত্য জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম অতিরিক্ত বিভাগীয় কমিশনার মুহাম্মদ আনোয়ার পাশার সভাপতিত্বে মতবিনিময় সভায় রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামানসহ রাঙামাটি এবং খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার, বিজিবি, র‌্যাব, আনসার ও ভিডিপিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

এছাড়াও রাঙামাটি ও খাগড়াছড়ি জেলার উপজেলা নির্বাহী অফিসারগণ, জেলা নির্বাচন অফিসারগণ, সকল উপজেলার অফিসার ইনচার্জ এবং উপজেলা নির্বাচন অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান। তিনি বলেন, অতীতের সব নির্বাচনের মত এবারের নির্বাচনেও সারাদেশে সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা আছে এবং আমরা তা করবো। পার্বত্য চট্টগ্রাম বিশেষ অঞ্চল হিসেবে এখানে আগে থেকেই সেনাবাহিনী আছে। পাহাড়ে অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দেয়া আছে। একইসাথে কেউ যাতে বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার করতে না পারে সেজন্য সেনাবাহিনীসহ সব বাহিনী নজরদারি বাড়াতে হবে।

বিএনপি নির্বাচনে আসবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, একটি বড় দল তারা নিবার্চনের বাহিরে আছে; যদি তারা বা তাদের সাথে সমমনা যারা আছেন, তাদের পক্ষ থেকে নির্বাচনে অংশগ্রহণ করার আগ্রহ ব্যক্ত করা হয়, সেক্ষেত্রে আমাদের নির্বাচন তফসিল পুনঃনির্ধারণ করার সময় এবং সুযোগ রয়েছে। কিন্তু সে ধরনের কোনো প্রস্তাব এখনো আসেনি, যদি আসে তবে সেটা বিবেচনায় নেওয়া যাবে।

বিএনপি নির্বাচনে না আসলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনে কে আসলো, কে আসলো না, সেটা কিন্তু আমাদের দেখার বিষয় নয়। আমাদের সঙ্গে ৪৪টি দল নিবন্ধিত আছে, নির্বাচনে অংশ নিবেন, সেজন্যই তারা নিবন্ধিত হয়েছেন। এখন কেউ যদি না আসে আমাদের কিছু করার নাই। এটা যে দল- তাদের নেতৃবৃন্দের ওপরে, তাদের দলীয় সিদ্ধান্তের ওপর নির্ভর করে।” নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সকল ধরনের নির্দেশনা দেয়া আছে। এর ব্যত্যয় হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে তিনি সাংবাদিকদের জানান।

তিনি আরও বলেন, আমাদের সাংবিধানিক বাধ্যবাধকতা আছে, আগামী ২৮ জানুয়ারির মধ্যে সংসদ নির্বাচন সম্পন্ন করতে হবে। সেটা করতে আমরা বাধ্য, সেই অনুযায়ী কাজ করছি। তবে অবাধ তথ্য প্রবাহের সুযোগে কেউ যেন অপপ্রচার বা গুজব না ছড়ায় সেজন্য অনুরোধ করেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান।

মন্তব্য নেওয়া বন্ধ।