নিষিদ্ধ পণ্য বিক্রি, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা অর্ধ লাখ

খোলা অবস্থায় ইফতার সামগ্রী ও নিষিদ্ধ পণ্য বিক্রয়, যথাযথ কর্তৃপ‌ক্ষের অনু‌মোদন না থাকা, ক্রয় রশিদ না রাখাসহ নানা অনিয়মের অভিযো‌গে চট্টগ্রাম নগরীর ৪টি প্রতিষ্ঠান‌কে ৫২ হাজার টাকা জ‌রিমানা করা হয়েছে।

পবিত্র রমজান উপলক্ষে বুধবার (২৯ মার্চ) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্ত‌রের মহাপ‌রিচালকের নি‌র্দেশনা অনুযায়ী চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয় এ অভিযান পরিচালনা করে।

নগরীর স্টেশন রোড ও আগ্রাবাদ এলাকায় ফলের পাইকারি বাজার ও ইফতা‌রি সামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠা‌নে বিশেষ তদার‌কি অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক নাসরিন আক্তার, আনিছুর রহমান প্রমুখ।

অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, পবিত্র রমজান উপলক্ষে ইফতা‌রি সামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠা‌নে অভিযান চালানো হয়েছে। নিরাপদ খাদ্য নিশ্তিতে আমরা সদা তৎপর রয়েছি।

মন্তব্য নেওয়া বন্ধ।