চট্টগ্রামের চকবাজার মিষ্টিমুখ আর হোটেল জামান অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি করার জরিমানা গুনতে হয়েছে। মিষ্টিমুখ তিন লাখ আর হোটেল জামান গুনতে হয়েছে এক লাখ টাকা।
বুধবার (২০ এপ্রিল) চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর ভ্রাম্যমান আদালত তাদের জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী চট্টগ্রাম খবরকে বলেন, জনস্বার্থে আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছি। চকবাজারের মিষ্টিমুখ আর হোটেল জামানের পরিবেশ চরম অস্বাস্থ্যকর এবং নোংরা থাকায় জরিমানা করা হয়েছে।
চসিকের জনসংযোগ কর্মকর্তা কালাম চৌধুরী জানান, স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজনের নেতৃত্বে চিটাগাং শপিং কমপ্লেক্সে ট্রেড সাইসেন্স ছাড়া ব্যবসা পরিচলনা করার দায়ে এক প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা এবং চসিক স্যানিটারী পরিদর্শকের মামলায় দুই দোকান মালিককে ৬ হাজার টাকা জরিমান করা হয়।
অভিযানকালে চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহাযোগিতা করেন।
প্রসঙ্গত, চকবাজারের মিষ্টমুখ পুরান রসে মিষ্টি ভিজিয়ে রাখা, নোংরা পরিবেশের কারণে আরো কয়েকবার জরিমানা গুনেছিল।
মন্তব্য নেওয়া বন্ধ।