মহাত্মা গান্ধীর ১৫৫তম জন্মজয়ন্তী এবং গান্ধী আশ্রম ট্রাস্ট প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী উপলক্ষে “ইন্টারন্যাশনাল ইয়ুথ পিস্ ক্যাম্প-২০২৩” অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভারতীয় হাই কমিশনার শ্রী প্রণয় ভার্মা নোয়াখালী এসেছেন।
প্রণয় ভার্মা গান্ধী আশ্রম ট্রাস্টে এসে পৌছালে তাকে ফুল দিয়ে বরণ করে নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী মোঃ জাহাঙ্গীর আলম।
এরপর অতিথিদের নিয়ে জাহাঙ্গীর আলম মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি জাহাঙ্গীর আলম “ইন্টারন্যাশনাল ইয়ুথ পিস্ ক্যাম্প-২০২৩” এর সম্মানিত উপদেষ্টা।
মন্তব্য নেওয়া বন্ধ।