নৌকার পক্ষে ভোট চাইলেন ভূমিমন্ত্রীর ব্যক্তিগত সচিব

সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখে নৌকার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি একান্ত সচিব রিদোয়ানুল করিম চৌধুরী সায়েম।

আগামী ১৫ জুন চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মুহাম্মদ সেলিম হককে বিজয়ী করার লক্ষ্যে ভোট চাইতে গিয়ে উপরোক্ত মন্তব্য করেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির একান্ত সচিব রিদোয়ানুল করিম চৌধুরী সায়েম।

শনিবার (১১ জুন) বিকালে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নে ইছানগর এলাকায় এক মতবিনিময় সভায় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির নির্দেশে মুহাম্মদ সেলিম হকের নির্বাচনী প্রচারণায় নেমে নৌকার পক্ষে কাজ করার জন্য সকল নেতাকর্মীদের আহবান জানান তিনি।

দক্ষিণ জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইসলাম আহমেদের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের পরিচালক লায়ন হাকিম আলী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হায়দার আলী রণি, জুলধা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমির আহমদ, ভাইস চেয়ারম্যান দিদারুল ইসলাম চৌধুরী, শিকলবাহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোলায়মান তালুকদার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহমদ, সাধারণ সম্পাদক কামাল আহমদ রাজা, নুর মোহাম্মদ, এম.এ মারুফসহ আওয়ামী লীগ ও যুবলীগের নেতৃবৃন্দরা।

মন্তব্য নেওয়া বন্ধ।