নৌকা প্রার্থীর কারণে একদিনও উঠানের বাইরে সভা করতে পারিনি: স্বতন্ত্র প্রার্থী

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউপি নির্বাচনে প্রচার-প্রচারণার শুরু থেকে নৌকা প্রার্থী ও তার সমর্থকদের বাঁধার কারণে একদিনও বাইরে গিয়ে সমর্থক ও নেতাকর্মীদের নিয়ে সভা করতে পারেননি বলে মন্তব্য করেছেন স্বতন্ত্র প্রার্থী হাজী ছাবের আহমদ।

সোমবার (১৩ জুন) বিকালে নিজ বাড়ির উঠানে শেষ দিনের প্রচারণার উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।

ছাবের আহমদ আরও বলেন, ভোট কেন্দ্র দখল করার জন্য নৌকা প্রার্থী উপজেলার ৫ ইউনিয়নের চেয়ারম্যান ও নেতাকর্মীদের দায়িত্ব দিয়েছেন। একটি নীল নকশাও করেছে প্রভাবশালী নেতাকর্মীদের নিয়ে। এ নিয়ে তিনি সোমবার দুপুরে জেলা নির্বাচন কার্যলয়ে লিখিত অভিযোগও করেন বলে জানান।

উঠান বৈঠকে বক্তব্য রাখেন মার্শাল মনির আহমদ, সালাউদ্দিন, হাজী আবদুর রহমান, আমির আহমদ আমু, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ হাকিম, আবদুর শুক্কুর, জাকির আহমদ, পাপ্পু, খলিল, রাসেল, আমজাদ, নাজমুল, মোহাম্মদ মুন্না, সিকদার, কামাল প্রমুখ।

মন্তব্য নেওয়া বন্ধ।