নৌবাহিনীর চট্টগ্রাম এরিয়া নতুন কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী। তিনি রিয়ার অ্যাডমিরাল খন্দকার মেজবাহ উল হকের স্থলাভিসিক্ত হলেন। খন্দকার মেজবাহকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন রিয়ার অ্যাডমিরাল এসএম মনিরুজ্জামান। মোহাম্মদ সোহায়েলকে বাংলাদেশ নৌবাহিনীর ট্রেনিং এন্ড ডকটিনের কমান্ডার পদে বদলি করা হয়েছে।
বিগত এক বছর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল নৌবাহিনীতে একজন বিতর্কিত কর্মকর্তা। তার বিরুদ্ধে দুর্নীতি, জোরপূর্বক গুম এবং হত্যাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
২০২২ সালের ২২ ফেব্রুয়ারি মোহাম্মদ সোহায়েল কমোডোর থেকে রিয়ার অ্যাডমিরাল হিসেবে পদোন্নতি পান। অভিযোগ ওঠে, কোন জাহাজ বা ঘাঁটি কমান্ড কিংবা গুরুত্বপূর্ণ সামরিক কোর্স না করেই শেখ হাসিনা সরকারের অনুগ্রহভাজন হিসেবে রিয়ার এডমিরাল হিসেবে পদোন্নতি পান তিনি।
মন্তব্য নেওয়া বন্ধ।