পটিয়ায় আবুল হোসেন চৌধুরী স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চট্টগ্রামের পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নের কর্তালা-বেলখাইনে অবস্থিত ঐতিহ্যবাহী আবুল হোসেন চৌধুরী স্মৃতি গণপাঠাগারের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে আবুল হোসেন চৌধুরী স্মৃতি বৃত্তি পরীক্ষা।

গত ২৫ ডিসেম্বর, বুধবার, কর্তলা বেলখাইন মহাবোধি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এটি স্থানীয় শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা হিসেবে পরিচিত।

বৃত্তি পরীক্ষার হল পরিদর্শন করেন শিক্ষা অন্বেষা ও ইজতিহাদ পত্রিকার সম্পাদক এবং পাঠাগারের পরিচালক মো. জসীম উদ্দিন চৌধুরী, চাম্পা স্টীল মিলসে’র ব্যবস্থাপনা পরিচালক শেখ মো. রাশেদুল আলম, সাবেক সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, এবং অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

এ ছাড়া উপস্থিত ছিলেন পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি বাবু জিতেন্দ্র লাল বড়ুয়া, সদস্য সচিব মো. মহিম উদ্দিন, এবং পাঠাগারের অন্যান্য সদস্যরা।

এবারের পরীক্ষায় বিভিন্ন বয়সী শিক্ষার্থীরা অংশগ্রহণ করে, এবং তারা তাদের প্রতিভা প্রদর্শন করে। পরীক্ষার আয়োজনে সহায়তা করেছেন শিক্ষক মো. ইমরান উদ্দীন, তাসফিয়া তাবাসসুম, তানভীর আহমেদ, তানজীম আহমেদ, ইফতেখার চৌধুরী, তানিম, এবং রুনেল।

প্রসঙ্গত, ২০০২ সাল থেকে নিয়মিতভাবে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং স্থানীয় শিক্ষার্থীদের জন্য একটি বড় সুযোগ হিসেবে কাজ করছে।

মন্তব্য নেওয়া বন্ধ।