চট্টগ্রামের পটিয়ায় স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরীর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত এবং উপজেলা আওয়ামী লীগের বহিস্কৃত নেতা এমএ এজাজকে (৪১) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম।
শনিবার (৬ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে তার বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। ৫ জানুয়ারি দায়ের হওয়া মামলার আসামি এজাজ। এজাজ পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আবদুল মালেকের ছেলে।
জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের পরিদর্শক নুর আহমেদ চট্টগ্রাম খবরকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বৃহস্পতিবার রাতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক এসএম ফখরুল আলম সজীবের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারে তার নাম থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এজাজকে টাকাসহ গ্রেপ্তারের গুঞ্জনের বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন, আমাদের টিম তার বাড়িতে গেছে। এজাজ নিজেই হেঁটে এসে গাড়িতে উঠেছে। অন্য কোনো বিষয় নেই।
মন্তব্য নেওয়া বন্ধ।