চট্টগ্রামের পটিয়ায় একটি কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ রেখেছে নির্বাচন কমিশন। বুধবার (২৯ মে) সকাল সাড়ে ১০টার দিকে কাশিয়াইশ ইউনিয়নের পূর্ব পিংগলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
জানা গেছে, পূর্ব পিংগলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে শতাধিক লোক হামলা চালায়। এ সময় ৯টি ব্যালট বই, ৫৫১টি ব্যালট পেপার, মার্কিং সিল ও অফিসিয়াল সিল ছিনতাই করে নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শহিদুল ইসলাম প্রামাণিক। তিনি বলেন, ঝামেলা হওয়ার পর ভোটগ্রহণ বন্ধ আছে। ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিস্ট্রেট, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন।
মন্তব্য নেওয়া বন্ধ।