পরিদর্শক পর্যায়ের বাংলাদেশ পুলিশের আলোচিত কর্মকর্তা নেজাম উদ্দীনকে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা—ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। পটিয়ার ওসি প্রিটন সরকারকে সাতকানিয়া থানায় ওসি পদে বদলি করা হয়েছে।
রোববার (১২ নভেম্বর) চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ স্বাক্ষরিত এক অফিস আদেশে এই দুই কর্মকর্তাকে পদায়ন ও বদলি করা হয়। এর আগে সাতকানিয়া থানার ওসি ইয়াসিন আরাফাতকে ঢাকা রেঞ্জে বদলি করা হয়েছিল।
ওসি নেজাম ইতোপূর্বে চট্টগ্রাম নগর পুলিশের কোতোয়ালী, বাকলিয়া, সদরঘাট থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া পিবিআই, টুরিস্ট পুলিশ, সিটিএসবি এবং ইমিগ্রেশনের পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন।
প্রিটন সরকার সিএমপির বায়েজিদ থানার ওসি, তার আগে একই থানায় পরিদর্শক (তদন্ত), গোয়েন্দা বিভাগেও পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মন্তব্য নেওয়া বন্ধ।