পটিয়ায় আওয়ামী লীগ নেতাকে নির্যাতনের ঘটনায় সেই ইন্দ্রজিৎ গ্রেপ্তার

0

পটিয়ার হাইদগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি জিতেন কান্তি গুহকে গাছের সাথে বেঁধে মারধর করার মামলায় তিন নম্বর আসামি সাবেক ইউপি সদস্য ইন্দ্রজিৎ চৌধুরী লিওকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৪ মে) সকালে নগরের আসকারদিঘীর পাড় এলাকার থেকে তাকে গ্রেফতার করা হয়।

পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম এ খরব নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেফতার ইন্দ্রজিৎ চৌধুরী লিওকে আদালতে পাঠানো হয়েছে।

গত ২৯ এপ্রিল পটিয়ার হাইদগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি জিতেন কান্তি গুহকে গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয়। এতে মাথায় আঘাত এবং হাত ভেঙে যায় তার। পরে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় তার ছোট ভাই তাপস গুহ বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে এবং ৫-৬ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন। সেই মামলার তিন নম্বর আসামি সাবেক ইউপি সদস্য ইন্দ্রজিৎ চৌধুরী লিও।

প্রসঙ্গত এর আগে গত ৮ মে দৈনিক চট্টগ্রাম খবরে আওয়ামী লীগ নেতাকে খুঁটিতে বেঁধে মারধরের মূলহোতা ইন্দ্রজিৎ এখনও অধরা শিরোনামে সংবাদ প্রচার হলে পুলিশ সক্রিয় হয়। এর এক সপ্তাহের মাথায় ইন্দ্রজিৎ লিও পুলিশের হাতে ধরা পড়লো।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।