চট্টগ্রামের পটিয়ায় রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সোহেল (৩৫) নামে এক যুবক মারা গেছেন। নিহত সোহেল কাশিয়াইশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেমের ছোট ভাই। একই ঘটনায় কমপক্ষে তিনজন আহত হয়েছেন।
শুক্রবার (২২ এপ্রিল) রাত পৌনে ১১টায় পটিয়া শান্তিরহাট কাসিয়াইশ বুধপুরা বাজারে এ হত্যাকাণ্ড ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান। তিনি বলেন, পটিয়া থেকে ছুরিকাঘাতে আহত সোহেল নামে এক যুবককে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার জানান, গত ইউপি নির্বাচনের ইস্যু নিয়ে পূর্ব শত্রুতার জেরে সোহেলকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। আমরা অভিযুক্তদের আটকের চেষ্টা করছি।
মন্তব্য নেওয়া বন্ধ।