পড়াশোনার পাশাপাশি দক্ষতা উন্নয়নের ওপর জোর দিতে হবে—লায়ন এম কে বাশার

বিএসবি-ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের চেয়ারম্যান লায়ন এম কে বাশার বলেছেন, আমাদের প্রথমে লক্ষ্য ঠিক করতে হবে, তারপর সেই লক্ষ্য অনুযায়ী এগিয়ে যেতে হবে। আজকে লক্ষ লক্ষ শিক্ষার্থী জিপিএ ৫ পাচ্ছে। কিন্তু এগিয়ে যেতে হলে পড়াশোর পাশাপাশি নিজের দক্ষতাও বাড়াতে হবে। বিভিন্ন স্কিল আয়ত্ব করা, ডিবেটিং, স্কাউটিং, বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণসহ সভা-সেমিনারে অংশগ্রহণ করে নিজের প্রোফাইল বড় করতে হবে। তাহলে সহজেই নিজের লক্ষ্যে পৌঁছে যাওয়অ সম্ভব হবে।

শনিবার (৫ আগস্ট) চট্টগ্রাম নগরীর বড়পুলস্থ সিটি হল কনভেনশন সেন্টারে আয়োজিত এসএসসি কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, পৃথিবী এগিয়ে যাচ্ছে। বর্তমানে নতুন নতুন প্রযুক্তির উদ্ভাবন হচ্ছে। ইন্টারনেট ও প্রযুক্তির কল্যাণে সকল ক্ষেত্রে নতুন নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে। পরিবর্তনের সাথে সাথে বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে নতুন নতুন বিষয়ের ওপর পড়াশোনা করানো হচ্ছে। সাইবার সিকিউরিটি, আইটি, আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মতো সাবজেক্টগুলো এখন সবার পছন্দের। কিন্তু আমাদের দেশে সেই আগের কালের সাবজেক্টগুলোই পড়ানো হয়। আর তাই এসব বিষয়ে পড়াশোনা করতে হলে আমাদের বাহিরের দেশে যেতে হবে।

লায়ন বাশার বলেন, উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যেতে হলে এখন থেকে প্রস্তুতি নিতে হবে। নিজে কোন সাবজেক্টে পড়তে চান সেটার ওপর নির্ভর করে যাবতীয় প্রস্তুতি সেরে নিতে হবে। নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে যেমন শ্রম দিতে হবে তেমনি স্বল্প পরিমাণে অর্থও খরচ করতে হবে।

পড়াশোনার পাশাপাশি দক্ষতা উন্নয়নের ওপর জোর দিতে হবে—লায়ন এম কে বাশার 1

তিনি আরও বলেন, প্রতি বছর অসংখ্য শিক্ষার্থী মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাশ করছেন। এর পরে তারা দেশে বিশ্ববিদ্যালয়গুলো কিংবা মেডিকেলে পড়াশোনার স্বপ্ন দেখেন। কিন্তু শিক্ষার্থীর তুলনায় আসন সংখ্যা কম হওয়ায় অনেকে কাঙ্ক্ষিত বিষয়ে পড়তে পারেন না। দেশের বিশ্ববিদ্যালয় কিংবা মেডিকেলে যদি সুযোগ না পায় তাহলে শিক্ষার্থীরা কি থেমে থাকবে? না, শিক্ষার্থীরা চাইলে অতি অল্প খরচে দেশের বাইরে থেকে কাঙ্ক্ষিত বিষয়ে উচ্চতর ডিগ্রী নিতে পারেন।

তিনি বলেন, মেডিকেল সাইন্স, আইটি, কিংবা বিজনেস—সব বিষয়ে খুবই কম খরচে বিদেশ থেকে উচ্চশিক্ষা নেওয়ার সুযোগ রয়েছে। মালেশিয়া, চায়না, কানাডা, অস্ট্রেলিয়া, আমেরিকার মতো দেশ থেকে উচ্চশিক্ষা নিয়ে কাউকে আর চাকরি খুঁজতে হবে না, চাকরি তাকে খুঁজে নিবে।

লায়ন বাশার বলেন, আমাদেরকে এখন থেকে সিদ্ধান্ত নিতে হবে ভবিষ্যতে কে কি হবে। আর এখন থেকেই সে অনুযায়ী কাজ চালিয়ে যেতে হবে। পড়াশোনার পাশাপাশি নিজের দক্ষতার ওপর জোর দিতে হবে। তাহলে আর কেউ পিছিয়ে থাকবে না।

এ সময় তিনি দেশে ও দেশের বাইরে উচ্চশিক্ষার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সেই সাথে চট্টগ্রাম ক্যামব্রিয়ান কলেজের পড়াশোনার বিভিন্ন দিক ও সাফল্য তুলে ধরেন।

প্রসঙ্গত, প্রতিবারের মতো এবারও সারাদেশের এসএসসি পাশ শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বিএসবি ফাউন্ডেশন। চট্টগ্রামের প্রায় ৮ হাজারের অধিক শিক্ষার্থী এই সংবর্ধনার জন্য রেজিস্ট্রেশন করলেও সেখান থেকে ৪ হাজার শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। এদিন সকাল সাড়ে ৯টা থেকে ছাত্রীদের এবং দুপুর আড়াইটা থেকে ছাত্রদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

মন্তব্য নেওয়া বন্ধ।