পতেঙ্গায় বাসে আগুন দিলো দুর্বৃত্তরা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেপ্তারের প্রতিবাদে চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। হরতাল শুরুর সাথে সাথে পতেঙ্গায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রোববার (৫ নভেম্বর) ভোর পৌনে ৫টার দিকে পতেঙ্গা থানার কাটঘর এলাকায় এ ঘটনা ঘটে। তবে আগুন দেওয়ার সময় বাসে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয়রা জানায়, ভোরে রাস্তার পাশে গাড়ি রেখে চালক নামাজ পড়তে গেলে কয়েকজন লোক এসে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে চালক আসার আগেই সবাই পালিয়ে যায়।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব হোসেন বলেন, বাসটি পোশাক শ্রমিকদের নেওয়ার জন্য সেখানে অপেক্ষা করছিল। চালক বাসটি রাস্তার পাশে দাঁড় করিয়ে ফজরের নামাজ পড়তে মসজিদে যান। এ সুযোগে কয়েকজন এসে গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরে সবার চেষ্টায় ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। আমরা গাড়িটি থানায় নিয়ে এসেছি। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য নেওয়া বন্ধ।