পতেঙ্গায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রী দগ্ধ

নগরীর পতেঙ্গার মকবুল সোসাইটির আবাসিক ভবনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রী দুজন দগ্ধ হয়েছেন। বর্তমানে তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেন পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন। বুধবার (৯ মার্চ) ৯টার সময় র‌্যাব-৭ এর কার্যালয়ের পাশের গলির জামাল ভবনের ছয় তলায় এ ঘটনা ঘটে।

দগ্ধ দুজন হলেন- মো. আক্তার হোসেন (২৬) ও তার স্ত্রী সালমা আক্তার তাছমিনা (২৩)। দুজনই কেইপিজেডে চাকরি করেন বলে জানা গেছে।

ওসি কবির হোসেন বলেন, স্বামী-স্ত্রী দুজনই চাকরি করেন। কাজ শেষে বাসায় গিয়ে চুলায় আগুন ধরাতে গেলে হঠাৎ ঘরে আগুন ধরে যায়। এ সময় স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন। পরে দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

তিনি আরও বলেন, দগ্ধ আক্তার হোসেন মা ও শিশু হাসপাতালে এবং সালমা আক্তারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কেইপিজেড ফায়ার সার্ভিসের কর্মকর্তা স্বপন চন্দ্র বলেন, ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার লিক হয়ে ঘরে গ্যাস জমে ছিল। আগুন জ্বালানোর সঙ্গে সঙ্গেই ঘরে আগুন ছড়িয়ে পড়ে। গ্যাস সিলিন্ডার অক্ষত আছে। আগুনে ঘরের কিছু আসবাবপত্র পুড়ে গেছে।

এমএফ

মন্তব্য নেওয়া বন্ধ।