আমার টাকায় আমার সেতু, বাংলাদেশের পদ্মা সেতু এই স্লোগানে চট্টগ্রাম নগর পুলিশ (সিএমপি) বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা, খাবার বিতরণ, মিষ্টি মুখ করানোসহ দিনব্যাপী নানা আয়োজন করে।
শনিবার (২৫ জুন) সকাল সাড়ে ৮টায় দামপাড়াস্থ সদর দপ্তর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে। বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।
জাতির এই আনন্দক্ষণে সিএমপি কমিশনার বলেন, স্বাধীনতার পর পদ্মা সেতু আমাদের সবচে বড় অর্জন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন দেশ দিয়েছেন। তাঁরই সুযোগ্য কন্যা সকল ষড়যন্ত্র উপেক্ষা করে পদ্মা সেতু উপহার দিয়েছেন। এতে দেশের অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আসবে বলেও প্রত্যাশা করেন সিএমপি কমিশনার।
এসময় সিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মো. শামসুল আলম, অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) সানা শামিনুর রহমান ও ডিসি সদর মো. আমির জাফর, ডিসি (সিটি) ফারুক উল হক, ডিসি (ট্রাফিক) জয়নুল আবেদিন টিটু, ডিসি (এসবি) মঞ্জুর মোরশেদসহ সিএমপির উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সিএমপির প্রতিটি থানায় সেবা প্রার্থীদের মিষ্টি মুখ করানো হয়। এছাড়াও বিভিন্ন স্পটে খাবার বিতরণ করা হয়।