পরকীয়ায় আসক্ত কম্পিউটার সমিতির নেতা সুমন কারাগারে

৫০ লাখ টাকা যৌতুক দাবী করে স্ত্রী নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার হওয়া বাংলাদেশ কম্পিউটার সমিতি চট্টগ্রাম শাখার সহ-সভাপতি আবদুল্লাহ আল রাজীব প্রকাশ সুমনকে (৩৮) কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (২৬ জুন) চট্টগ্রামের অ্যাডিশনাল সিএমএম আদালতে সুমনের জামিন শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠান।

বিষয়টি চট্টগ্রাম খবরকে নিশ্চিত করেছেন মামলার বাদী কানাজ ফাতেমার আইনজীবী অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী। তিনি বলেন, যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার সুমনের পরকীয়া এবং চরিত্রের নষ্ট দিক আমরা আদালতে প্রমাণ করতে সক্ষম হয়েছি। আদালত বিষয়টি আমলে নিয়ে তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছেন।

গ্রেপ্তার হওয়া সুমনের বিরুদ্ধে ১৩ বছরের এক গৃহকর্মী শিশুকে ধর্ষণের অভিযোগে নারী ও শিশু ট্রাইবুন্যালে (৫) দায়ের করা মামলার (৯/১) দতন্ত করছে পিবিআই।

এর আগে মঙ্গলবার (২৫ জুন) বিকেলে চকবাজার থানা পুলিশ রাজীবকে আদালতে গ্রেপ্তারি পরোয়ানা মূলে গ্রেপ্তার করেছিল।

গ্রেপ্তারের বিস্তারিত পড়ুন-চট্টগ্রামে বউয়ের যৌতুক মামলায় গ্রেপ্তার কম্পিউটার সমিতি নেতা সুমন

মন্তব্য নেওয়া বন্ধ।