চট্টগ্রামে পরিত্যক্ত দেয়ালে গ্রাফিতি অঙ্কন কর্মসূচির আয়োজন করেছে ভয়েজ অফ চট্টগ্রাম নামে শিক্ষার্থীদের নিয়ে গঠিত একটি সামাজিক সংগঠন।
সোমবার (১২ আগস্ট) নগরীর এ কে খানস্থ বিদ্যুৎ অফিসের পাশের দেয়ালগুলোতে গ্রাফিতি আঁকেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলেন, এই দেয়ালে বিভিন্ন রকম পোস্টার ছিলো। সরকার পতনের পর বিক্ষুব্ধ জনতা এসব ভেঙে ফেলে। যার ফলে দেয়ালগুলো নোংরা হয়ে পড়েছিলো। আর সারা দেশের সব শিক্ষার্থীর সাথে ঐক্যমত পোষণ করে সংস্কারের অংশ হিসে এসব দেয়ালে গ্রাফিতি অঙ্কন করা হয়েছে। যা দেয়ালের সৌন্দর্য বহুগুণ বাড়িয়েছে।
কর্মসূচির আয়োজকদের মধ্যে আফসান এবং মাঝহার জানান, আমরা নিজস্ব অর্থায়নে এই কাজটি সম্পন্ন করেছি। আমরা বিভিন্ন ধরনের ধর্মীয় সম্প্রীতি, প্রতিবাদী বাক্যসহ বিভিন্ন ধরনের ক্যালিগ্রাফি অঙ্কন করেছি। যমুনা টেলিভিশনেরর প্রতি কৃতজ্ঞতাস্বরূপ একটি চিত্র অংকন করেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সুমাইতা তাবাসসুম।
এই কর্মসূচিতে আরও অংশগ্রহণ করেন— তানজিদ, শাহরিয়ার রিয়াজ আহাদ, ইসতিয়াক, মাঝহারুল ইসলাম, নাইম উদ্দিন, জুবায়ের, আফসান আলিফ, আসিফ, সাইমা আমিন, রাদিয়া, অন্তরা রাইসা, খাদিজা, লামিয়া, হাবিবা, সুমাইতা, জান্নাত, সানজিদাসহ আরও অনেকে।
মন্তব্য নেওয়া বন্ধ।