যথাযথ মর্যাদায় চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলীতে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেল থেকে উপজেলা বিএনপি বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির মধ্যে ছিল, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, বর্ণাঢ্যর্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
বিকেল সাড়ে ৫টায় কালাবিবি দিঘির মোড়ে আনোয়ারা উপজেলা বিএনপির আহ্বায়ক মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক এডভোকেট ফৌজুল আমিন চৌধুরীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান।
বন্দর কমিউনিটি সেন্টারে বৃহস্পতিবার রাতে যুবদলের আহবায়ক হারেছ আহমেদ হারেছের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহজাহান, প্রধান বক্তা ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মঞ্জুর আলম তালুকদার, বিশেষ অতিথির বক্তব্যে রাখেন জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুদ্দিন সবুজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইকবাল হায়দার চৌধুরী, রফিকুল ইসলাম খোকা। এদিকে সন্ধ্যায় কর্ণফুলী উপজেলা বিএনপির আয়োজিত সভায় বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক গিয়াস উদ্দিন ফারুকীর সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ ওসমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।
এ সময় বক্তারা বলেন, স্বাধীনতার পর দেশে বাকশাল কায়েম করে গণতন্ত্রকে হত্যা করার কারণে ১৯৭৫ সালে অভ্যুত্থানের পর অভ্যুত্থান ঘটে। দেশের ক্রান্তিলগ্নে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সিপাহি-জনতার বিপ্লবের মাধ্যমে রাজনীতির গতিধারা পাল্টে গিয়েছিল। শহীদ জিয়াউর রহমান গণতন্ত্র রক্ষায় এগিয়ে এসে দেশকে রক্ষা করে। পরবর্তীতে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করে। আওয়ামীলীগ বারবার এদেশে গণতন্ত্র হত্যা ও দখল দারিত্বের রাজনীতি চালু করতে নানা ষড়যন্ত্র করে ছিল। শহীদ জিয়ার আদর্শে গড়া দল বিএনপি ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা ও ভোটাধিকার রক্ষায় জীবন বাজি রেখে কাজ করেছে। গত ৫ আগষ্ট স্বৈরাচার শেখ হাসিনা পতনের মধদিয়ে আমাদের প্রথমধাপের বিজয় হয়েছে। তবে পরিপূর্ণ বিজয় না আসা পর্যন্ত মাঠে থাকতে হবে জিয়ার সৈনিকদের। আমাদের নেতাকর্মীদের সুসংগঠিত ভাবে রাজপথে ঐক্যবদ্ধ থেকে আগামী আন্দোলন চালিয়ে যেতে হবে।
জেলা ছাত্রদলের সদস্য সচিব ফারুক হোসেন, আতিকুর রহমান ও মো. মহিউদ্দিনের যৌথ সঞ্চালনায় সেন্টারের আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা যুবদল নেতা আলমগীর বাহাদুর, সাইদ মানিক, মো. ইসহাক, সরওয়ার আলম, মোহাম্মদ জামাল, মো. লোকমান, স্বেচ্ছাসেবক দল নেতা শহীদুল্লাহ ফরহাদ, নিজাম উদ্দিন, ইমন শাহ্, নুর আলম খান, দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নুর শাহেদ খান রিপন, সদস্য এম. মহিন উদ্দিন, তারেক, এমদাদ, ইকবাল, সোহেল, জিয়া, বোরহান, রাকিব অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা
মন্তব্য নেওয়া বন্ধ।