চট্টগ্রামের কর্ণফুলীর চরলক্ষ্যা ইউনিয়নে পরিবেশের ভারসাম্য রক্ষায় ইউসিবির বৃক্ষরোপণ কর্মসূচি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি ভরসার নতুন জানালা বাস্তবায়নের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩১ জুলাই) দুপুরে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে ব্যাংকের এফএভিপি এন্ড শাখা প্রধান মো. জসিম উদ্দীন আমজাদীর সভাপতিত্বে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু তালেব চৌধুরী।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সোলাইমান তালুকদার, এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষিকা আয়মন আকতার, সংগীতা দাশ, সৈয়দা ফারজানা ফারুক, নুর নাহার বেগম, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের কর্ণফুলী শাখার অফিসার আলমাস মিয়া, রাসিফ ইকবাল প্রমুখ।
মন্তব্য নেওয়া বন্ধ।