চট্টগ্রাম নগরীতে পরিবেশ দুষণের দায়ে এক লাখ টাকা জরিমানা গুনলো সালেহ স্টিল ইন্ডাস্ট্রিজ। চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বার্হী ম্যাজিস্ট্রেট ও চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মাসুর রানার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করেন।
মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুর ১২টায় ম্যাজিস্ট্রেরের নেতৃত্বে মোবাইল কোর্ট ঘটনাস্থলে গেলে উন্মুক্ত পরিবেশে কারখানার কালো ধোঁয়া নির্গমনের দৃশ্য পরিলক্ষিত হয়। স্টিল মিলের এজিএম আব্দুর রউফ ও ম্যানেজার মোঃ জাকির হোসেন এ সময় উপস্থিত ছিলেন এবং দোষ স্বীকার করে আগামী ১৫ নভেম্বরের মধ্যে কারখানার ত্রুটি বিচ্যুতি সমাধানের মুচলেকা প্রদান করেন।
বিষয়টি নিশ্চিত করে নির্বার্হী ম্যাজিস্ট্রেট ও চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মাসুর রানা চট্টগ্রাম খবরকে বলেন, দীর্ঘদিন থেকে নাসিরাবাদ শিল্প এলাকার সালেহ স্টিল ইন্ডাস্ট্রিজ পরিবেশ দূষনকারী কালো ধোঁয়া নির্ধারিত চিমনি ব্যবহার না করে উন্মুক্ত পরিবেশে নির্গত করে আসছিলো। বায়ু দূষণের ফলে অতিষ্ঠ হয় কারখানা সংলগ্ন এলাকার মানুষ। এলাকবাসীর বারবার তাগিদ সত্ত্বেও কোন প্রতিকার না পেয়ে জেলা প্রশাসকের স্মরনাপন্ন হন। মাননীয় জেলা প্রশাসনের নির্দেশে আমরা অভিযান পরিচালনা করেছি। পরিবেশ রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।
জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, চট্টগ্রামের পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় জেলা প্রশাসন সব সময় তৎপর এবং পরিবেশ বিধ্বংসী যেকোন কর্মকান্ড শক্ত হাতে প্রতিহত করা হবে। পরিবেশ রক্ষায় ভবিষ্যতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে
অভিযানে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পরিদর্শক ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সহায়তা করে।
মন্তব্য নেওয়া বন্ধ।