আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে আজ বুধবার (৫ জুলাই) মাঠে নামছে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়।
ম্যাচ শুরুর আগে উইকেটের ধরন, একাদশ, বাংলাদেশের সাম্প্রতিক পারফরমেন্স সব নিয়ে চলছে আলোচনা। গত মাসে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে বাংলাদেশ বড় ব্যবধানে জয় পেলেও ওয়ানডে অতটা সহজ হবে না বলে মনে করছেন ক্রিকেট সংশ্লিষ্টরা।
তবে অফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের পরিসংখ্যান বেশ আশা জাগানিয়া। বর্তমানে ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশ দল অবস্থান করছে সাত নম্বরে। আর আফগানিস্তান নয় নম্বরে। এখনও পর্যন্ত ওয়ানডেতে দুই দল ১১ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে বাংলাদেশের জয় ৭টি, আর আফগানিস্তানের ৪টি।
টাইগাররা ঘরের মাঠেও এগিয়ে। আফগানিস্তানের বিপক্ষে ৭ ম্যাচ খেলেছে টাইগাররা, যেখানে বাংলাদেশের জয় চারটি, আফগানদের তিনটি। আর তাই টাইগার ভক্তদের আশা জয় দিয়েই সিরিজ শুরু করবে বাংলাদেশ।
মাইলফলকের হাতছানি
ম্যাচে মাঠে নামার আগে মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান, অভিজ্ঞ উইকেটরক্ষক ও ব্যাটার মুশফিকুর রহিম এবং কাটার মাস্টারখ্যাত বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান।
তিন ম্যাচ সিরিজের দুটি ম্যাচ খেললেই প্রথম বাংলাদেশি খেলোয়াড় হিসেবে ২৫০ ওয়ানডে খেলার মাইলফলক স্পর্শ করবেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। অন্যদিকে সিরিজে ৪ উইকেট তুলতে পারলে চতুর্থ বাংলাদেশি হিসেবে ১৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করবেন মোস্তাফিজুর রহমান। ঘরের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০ উইকেটের মাইলফলক ছুঁতে ২ উইকেট দরকার টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানের।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।
মন্তব্য নেওয়া বন্ধ।