পরীক্ষা দিতে এসে লাশ হলেন পটিয়ার যুবক

চট্টগ্রামের কর্ণফুলীতে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় অর্পন বড়ুয়া (২৫) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত অর্পন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে।

শুক্রবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার শিকলবাহা এজে চৌধুরী কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। অর্পন পটিয়া উপজেলার কেলিশহর এলাকার মৃত জাপান বড়ুয়ার ছেলে।

বিষযটি নিশ্চিত করেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ। তিনি জানান, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অর্পন শুক্রবার সকালে এইচএসসি পরীক্ষা দেয়ার জন্য এজে চৌধুরী কলেজ আসে। পরীক্ষা শেষে রাস্তা পার হচ্ছিল, এসময় দক্ষিণ থেকে দ্রুতগামীর একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে মারা যায় সে। লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রাখা হয়েছে। গাড়িটি পলাতক রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মন্তব্য নেওয়া বন্ধ।