সকাল থেকে বহিরাগতদের দখলে ভোট কেন্দ্র থাকলেও বেলা বাড়ার সঙ্গে-সঙ্গে বাড়তে থাকে নেতাকর্মীদের ভীড়। এমনকি অন্য ইউনিয়নের ইউপি সদস্যদের প্রকাশ্যে ভোট দিতেও দেখা গেছে আনোয়ার পরৈকোড়া ইউপি নির্বাচনে।
বুধবার (১৫ জুন) দুপুরে ব্যালেট পেপারসহ বারখাইন ইউনিয়নের ইউপি সদস্য শাহেদুর আলমের ভোট দেয়ার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে উঠে সমলোচনার ঝড়।
জানতে চাইলে শাহেদুর ইসলাম স্বীকার করে বলেন, সবাই গিয়েছে নেতাকর্মীরা। আমিও একটু দুষ্টুমি করে ছবি তুলেছি। তবে ভোট দিই নাই। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক দেয়ার বিষয়ে তিনি বলেন, আমি ফেসবুকে এ ছবিটি দেইনি। তবে কে বা কারা দিয়েছে আমি জানি না।
নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ বলেন, অন্য ইউনিয়নের ভোটার গিয়ে সেখানে ভোট দেয়ার কোনো সুযোগ নেই। যদি কেউ এমনটায় করে তাহলে সেটা জাল ভোট। আমরা খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নিচ্ছি।
মন্তব্য নেওয়া বন্ধ।