পর্যটকদের জন্য খুলে দেওয়া হলো সাজেক হেলিপ্যাড

প্রায় একমাসেরও বেশি সময় বন্ধ থাকার পর রাঙামাটির সাজেকের জিরো পয়েন্টের পাশে থাকা জনপ্রিয় টুরিস্ট স্পট ‘হেলিপ্যাড’ পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত ১৫ নভেম্বর কর্তৃপক্ষ সংস্কার কাজের জন্য নিরাপত্তাজনিত কারণে হেলিপ্যাডে পর্যটক ও জনসাধারণ প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার বলেন, আগে প্রায় সময় পর্যটকরা বাইক ও গাড়ি এসব নিয়ে সাজেকের হ্যালিপ্যাডে উঠে যেতো। এ কারণে হেলিপ্যাডের অনেক জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছিল। তাই কর্তৃপক্ষ হেলিপ্যাডের চারপাশে তারের বেড়া নির্মাণ করে গাড়ি উঠতে না পারে মতো ব্যবস্থা করেছে। একই সঙ্গে কিছু জায়গায় সংস্কার কাজ শেষে আবারও পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

মন্তব্য নেওয়া বন্ধ।