বিশ্ব পর্যটন দিবসে চট্টগ্রামের পারকি সমুদ্র সৈকতে পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছেন উপজেলা প্রশাসন। বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় পারকি সমুদ্র সৈকতে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমনের সভাপতিত্বে প্রধান অতিথি চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান ভার্চুায়ালি যুক্ত হয়ে পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন করেন।
পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিতে চট্টগ্রাম জেলা সৈকত ব্যবস্থপনা কমিটির সদস্য ও স্থানীয় বারশত ইউনিয়ের চেয়ারম্যান এম.এ কাইয়ূম শাহ্, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফেরদৌস হোসেন, বখতিয়ারপাড়া চারপীর আউলিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ কাজী আবদুল হান্নান, ইউপি সদস্য মো. তৌহিদুল আলমসহ আনোয়ারা সরকারি উচ্চ বিদ্যালয়, আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়, বাংলাদেশ মেরিন একাডেমী উচ্চ বিদ্যালয় ও বখতিয়ারপাড়া চারপীর আউলিয়া আলিম মাদ্রাসার দুইশতাধিক স্কাউট শিক্ষার্থী এবং পরিষদের গ্রামপুলিশরা এতে অংশ নেন।
ইউএনও মো. ইশতিয়াক ইমন বলেন, ‘দিনব্যাপী পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণের পাশাপাশি আমরা পর্যটকদের সৈকত পরিচ্ছন্ন রাখতে উদ্বুদ্ধ করেছি। জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশক্রমে পারকি সমুদ্র সৈকত রক্ষায় পারকি সমুদ্র সৈকতে পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি অব্যাহত থাকবে।’
মন্তব্য নেওয়া বন্ধ।