পাওয়া গেলো তারেকের নিথর দেহ

মিরসরাইয়ের নাপিত্তা ছড়া ঝরনায় দুর্ঘটনার শিকার তিন ছাত্রের মধ্যে তৃতীয়জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২১ জুন) সকাল ১১টার দিকে উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের একটি ছড়া থেকে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের ছাত্র তৌফিক আহম্মেদ তারেকের মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে গত রবিবার (১৯ জুন) রাতে উদ্ধার করা হয় তার বন্ধু ইশতিয়াকুর রহমান এবং গতকাল সোমবার বিকাল সাড়ে ৪টায় উদ্ধার করা হয় তারেকের বড় ভাই ইউএসটিসির ছাত্র মাসুদ আহম্মেদ তানভীরের মরদেহ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল সাড়ে ১০টার দিকে নাপিত্তাছড়ার পানিতে ভেসে ওঠে কলেজছাত্র তারেকের মরদেহ। এরপর স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ বেলা ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মিরসরাই থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব পোদ্দার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় লোকজন ছড়ার পানিতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

এরপর জানা যায়, এটি গত রবিবার দুর্ঘটনার শিকার কলেজছাত্র তারেকের মরদেহ।

প্রসঙ্গত, গত রবিবার (১৯ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিরসরাইয়ের নাপিত্তার ছড়া ঝরনার চূড়ায় উঠে পড়ে যায় দুই সহোদর তানভীর, তারেক ও তাদের বন্ধু ইশতিয়াকুর। ওইদিন রাতে ইশতিয়াকুরের মরদেহ উদ্ধার করা হয়। পরে সোমবার বেলা ১২টা থেকে নিখোঁজ দুই সহোদর তানভীর ও তারেককে উদ্ধার করতে চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন থেকে ডুবরিদল উদ্ধারকাজ চালায়।

পরে গতকাল সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে স্থানীয় একটি ছড়ার পানিতে নিখোঁজ তানভীরের মরদেহ পাওয়া যায়। সর্বশেষ আজ মঙ্গলবার একই ছড়ার পানিতে তারেকের মরদেহ ভেসে উঠলে পুলিশ তা উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ট্টগ্রামের মিরসরাই উপজেলার নাপিত্তাছড়া ঝর্ণাতে ঘুরতে গিয়ে নিখোঁজ হওয়া চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের মেধাবী শিক্ষার্থী তারেকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ জুন) বেলা ১১টার পর স্থানীয়রা খৈয়াছড়া ইউনিয়নের বরতাকিয়া দুয়ারু ছড়া এলাকায় (নাপিত্তাছড়া ঝর্ণা হতে ৬/৭ কিঃ মিঃ দূরে) মরদেহ দেখে সংশ্লিষ্টদের খবর দেয়।

পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে।

এ ঘটনায় তার সাথে ঘুরতে যাওয়া প্রথম দিন প্রান্ত এবং প্রায় ১২ ঘন্টা পর গতকাল সোমবার পাশের একটি ছড়া থেকে তানভীরের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও মিরসরাই থানা পুলিশ।

গত রবিবার (১৯ জুন) ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি চট্টগ্রামের (ইউএসটিসি) স্নাতকের ছাত্র মাসুদ আহম্মেদ তানভীর, চট্টগ্রাম কলেজিয়েট স্কুল এন্ড কলেজের ছাত্র তৌফিক আহম্মেদ তারেক ও চট্টগ্রাম ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজের ছাত্র ইশতিয়াকুর রহমান প্রান্ত ঝর্ণার চূড়ায় ওঠার পর দুর্ঘটনা ঘটে।

মন্তব্য নেওয়া বন্ধ।