জুতায় লুকানো ছিল ১৬ সোনার বার, পুলিশের অভিযানে পাচারকারী ধরা

অভিনব কায়দায় জুতায় লুকিয়ে স্বর্ণ পাচার করার সময় সুজন কান্তি দাশ (৩৮) নামে এক চোরাচালানকারীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ। এসময় তার থেকে ১৬টি স্বর্ণের বার জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ১৫ লাখ ২০ হাজার। গ্রেপ্তার সুজন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউপির ৯ নম্বর ওয়ার্ড উত্তর ঢেমশা গ্রামের মৃত নরেশ চন্দ্র দাশের ছেলে।

রোববার (৯ অক্টোবর) দুপুরে বিষয়টি চট্টগ্রাম খবরকে নিশ্চিত করেন চট্টগ্রাম জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের পরিদর্শক নুর আহাম্মদ। তিনি বলেন, শনিবার আমরা স্বর্ণ চোরাচালানের খবর পেয়ে তল্লাশি চালালে গ্রেপ্তারকৃত ব্যক্তি স্বর্ণ রাখার কথা স্বীকার করেন এবং তা কোথায় আছে দেখিয়ে দেন। স্বীকারোক্তির পর তার দুই পায়ের জুতার ভেতরে বিশেষ কায়দায় লুকানো ১৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক দাম এক কোটি ১৫ লাখ ২০ হাজার টাকা।

পুলিশ কর্মকর্তা নুর আহমদ আরও জানান, গ্রেপ্তার চোরাচালানকারী এসব স্বর্ণ বিদেশ থেকে আমদানি করা হয়েছে দাবি করলেও তার স্বপক্ষে কোন কাগজপত্র দেখাতে পারেনি। সরকারি শুল্ক কর ফাঁকি দিয়ে বিদেশ থেকে অবৈধভাবে আমদানি করে এসব স্বর্ণ অধিক মূল্যে বিক্রি করতে তিনি ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। বিকেলে অভিযান চালালেও উদ্ধার করা স্বর্ণগুলো আসল কিনা এবং বৈধ কোনো কাগজপত্র রয়েছে কি না তা যাচাই করতে অনেক সময় লেগে যায়। এসব যাচাই-বাছাই শেষে উদ্ধার করা স্বর্ণের বারসহ চোরাচালানকারীকে শনিবার রাতে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় তিনি বাদি হয়ে সীতাকুণ্ড থানায় একটি মামলা দায়ের করেছেন। ১৬টি স্বর্ণের বারসহ সুজনকে সীতাকুণ্ড থানা পুলিশ রোববারে আদালতে সোপর্দ করে।

মন্তব্য নেওয়া বন্ধ।