পানিবন্দি দুই হাজার মানুষের কাছে খাবার পৌঁছালেন আরশেদুল আলম বাচ্চু

টানা ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম নগরীর বেশিরভাগ এলাকায় পানিবন্দি হয়ে পড়েছে মানুষ। এমন পরিস্থিতিতে বিপাকে পড়া প্রায় দুই হাজার মানুষের কাছে খাবার পৌঁছে দিলেন ওমর গণি এমইএস কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস আরশেদুল আলম বাচ্চু।

সোমবার (৭ আগস্ট) দুপুরে নগরীর হামজারবাগ, চকবাজার, বহাদ্দারহাট, মুরাদপুর ও আশপাশের এলাকায় পানিবন্দি নিম্ন আয়ের মানুষের কাছে খাবার বিতরণ করা হয়।

টানা ভারী বৃষ্টিপাতের কারণে চতুর্থ দিনের মতো পানিতে ভাসছে বন্দরনগরী চট্টগ্রাম। সোমবার দুপুর ৩টা থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ২১৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। গত চার দিনের ভারী বর্ষণের ফলে নগরীর বেশিরভাগ এলাকা ডুবে গেছে। সড়ক, অলিগলিসহ ভবন, বাসা-বাড়ি, অফিসেও পানি ডুকেছে। বিপর্যস্ত জনজীবন। ফলে মানুষ কাজে যেতে পারছেন না। নিম্ন আয়ের মানুষেরা বেশি বিপাকে পড়েছেন।

সোমবার সকাল থেকে সাবেক ছাত্র নেতা বাচ্চুর উদ্যোগে নগরীর জিইসি মোড় এলাকার কে স্কয়ারে রান্নার আয়োজন হয়। ছাত্রলীগের প্রায় ৫০-৬০ জন নেতাকর্মী স্বেচ্ছাসেবী হিসেবে অংশ নিয়েছেন এ কার্যক্রমে। তারা রান্নায় সহযোগিতাসহ প্যাকেজিংয়ের করেন। পরে দুপরে এসব খাবার নিয়ে বেরিয়ে পড়েন ছাত্র নেতা বাচ্চুসহ তার অনুসারীরা।

সাবেক ছাত্র নেতা আরশেদুল আলম বাচ্চু বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে একদিকে মানুষ পানিবন্দি, অপরদিকে নিম্ন আয়ের মানুষেরা কাজে যেতে পারছেন না। এই শহরটা আমাদের। একজন বাসিন্দা হিসেবে সাময়িক বিপদে পড়া মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।

সাবেক এই ছাত্র নেতার বিভিন্ন মানবিক উদ্যোগ দেশব্যাপী সামদৃত হয়েছে। বিশেষ করে করোনা মহামারির সময় তার উদ্যোগে চালু হওয়া ফ্রি সবজির বাজার দেশব্যাপী প্রশংসিত হয়। এই মডেল দেশের বিভিন্ন জায়গায় চালু হয় এবং জনপ্রিয়তা পায়। এছাড়া সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ দুর্ঘটনার সময় ফ্রি ওষুধ ও প্রয়োজনীয় সহযোগিতা করেও সমাদৃত হন তিনি। যেকোন দুর্যোগ, মানবিক উদ্যোগ মানুষের সহযোগিতায় এগিয়ে আসেন তিনি।

মন্তব্য নেওয়া বন্ধ।