চট্টগ্রামের পারকি সমুদ্র সৈকতে নব নির্মিত লুসাই পার্ক উদ্বোধনকে ঘিরে স্থানীয় এলাকাবাসীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে পারকি লুসাই পার্কের সামনে এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন করে কয়েক শতাধিক মানুষ। আগামী শুক্রবার বিকেলে এটি উদ্বোধন হওয়ার কথা রয়েছে।
আনোয়ারা উপজেলা বিএনপির সিনিয়র সদস্য আবদুল গফুর সওদাগরের সভাপতিত্বে ও যুবদল নেতা মঈনউদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, চট্টগ্রাম জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নুর শাহেদ খান রিপন, পারকি বীচ ব্যবসায়ী কমিটির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক জামাল পাটোয়ারী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবদুল মালেক, রবিউল হোসেন, রফিক উদ্দিন রনি, বিএনপি নেতা মোহাম্মদ হোসেন বাসি, যুবদলের সদস্য জিয়াউর রহমান জিয়া, মো. সাদেক, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. ফারুক, মো. আতিক প্রমুখ।
বক্তারা বলেন, লুসাই পার্কের মালিক বারশত ইউনিয়নের চেয়ারম্যান এমএ কাইয়ূম শাহ্ এখানে বসেই বিএনপি নেতাকর্মীদের মামলা-হামলা ও লুঠপাটের ষড়যন্ত্র করত। আওয়ামীলীগ সরকারের পতনেরপর তিনি আত্মগোপনে চলে গেলেও নানা ষড়যন্ত্র করতে থাকে। সেই লুসাই পার্ক আবারও চালু করার পায়তারা করছে। কোনভাবে এটি আবার চালু করতে দেওয়া হবে না। এটা বন্ধ রাখার দাবি জানাচ্ছি।
মন্তব্য নেওয়া বন্ধ।