রাঙামাটির লংগদুতে গলায় ফাঁস দিয়ে সাগর বাদশা (২৮) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।
শনিবার (৪ মার্চ) বিকালে উপজেলার মাইনীমূখ ইউনিয়নের পূর্ব জারুল বাগান গ্রামে এ ঘটনা ঘটে। সাগর বাদশা ওই গ্রামের লিটন মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকালে পরিবারের সবার অজান্তে নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সাগর বাদশা। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যান। ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর মেডিকেলে পাঠানো হবে বলে জানান।
সাগর পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পরিবার।
লংগদু থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনানুগত ব্যবস্থা নেওয়া হবে।