পার্কভিউতে চালু হলো ডেডিকেটেড ডেঙ্গু ওয়ার্ড

ডেঙ্গু রোগীদের চিকিৎসায় চট্টগ্রাম নগরীর পার্কভিউ হসপিটালে ডেডিকেটেড ডেঙ্গু ফ্লোর চালু করা হয়েছে। পাশাপাশি সরকার নির্ধারিত ৩০০ টাকায় ডেঙ্গু রোগ শনাক্তকরণ পরীক্ষা সুবিধাসহ পার্কভিউ হসপিটালের সকল বিভাগ চালু রয়েছে ২৪ ঘন্টা।

এ বিষয়ে পার্কভিউ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিম চট্টগ্রাম খবরকে বলেন, চট্টগ্রামে আশঙ্কাজনক হারে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। তাই ডেঙ্গু আক্রান্ত রোগীদের সুচিকিৎসা নিশ্চিতে আমরা আলাদা ওয়ার্ড চালু করেছি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন—কোনো রোগীর আইসিইউ, শিশুদের এনআইসিইউ প্রয়োজন হলে সেই সাপোর্টও পার্কভিউতে রয়েছে।

প্রসঙ্গত, নগরীর পাঁচলাইশ থানার অদূরে কাতালগঞ্জ মোড়ে অবস্থিত এই হাসপাতাল করোনায় চট্টগ্রামবাসীর আশ্রয়স্থলে পরিণত হয়েছিল। করোনার শুরু থেকে চিকিৎসার দরজার খুলে দিয়েছিল। এছাড়া সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিদগ্ধদের চিকিৎসা দিতে যখন অন্য কয়েকটি ক্লিনিক অপারগতা প্রকাশ করেছিল তখন গভীর রাতে পার্কভিউ হসপিটাল অগ্নিদগ্ধদের চিকিৎসায় এগিয়ে এসে বেশ প্রশংসিত হয়।

মন্তব্য নেওয়া বন্ধ।