পার্কভিউতে বিশ্ব অস্টিওপরেসিস দিবস বিষয়ক বৈজ্ঞানিক সেমিনার

বিশ্ব অস্টিওপরেসিস দিবস উপলক্ষে চট্টগ্রামের পার্কভিউ হসপিটালে একট বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুর ২টায় পার্কভিউ হসপিটালের সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে উপস্থাপনা করেন অর্থোপেডিক সার্জারী কনসালটেন্ট ও সেমিনারের প্রধান বক্তা ডা. মোহাম্মদ হাসানুজ্জামান।

সেমিনারে প্যানেল অফ এক্সপার্টগণ বলেন, দেশে পঞ্চাশোর্ধ্ব তিনজন নারীর মধ্যে একজন হাড়ের ক্ষয়জনিত রোগে বা অস্টিওপোরোসিসে ভুগছেন। আর এ বয়সের পুরুষদের প্রতি পাঁচজনের মধ্যে একজন ভুগছেন। অস্টিওপোরোসিস একটি নীরব রোগ হলেও এটি সময়মতো শনাক্ত এবং প্রতিরোধ করা সম্ভব।

ডা. তানজিলা তাবিবের সঞ্চালনায় সেমিনারে সভাপতি হিসেবে ছিলেন পার্কভিউ হসপিটালের ম্যানেজিং ডাইরেক্টর ও অর্থোপেডিক সার্জন ডা. এ.টি.এম. রেজাউল করিম। তিনি বলেন, অস্টিওপোরোসিসের সমস্যায় কমবেশি অনেকেই ভোগেন। মূলত হাড়ের খনিজ ঘনত্ব কমে যাওয়ার সমস্যাকে অস্টিওপোরোসিস বলা হয়। এক্ষেত্রে হাড়গুলো ভঙ্গুর হয়ে যায়। ফলে ফ্র্যাকচারের প্রবণতা বাড়ে। যদিও নারী-পুরুষ উভয়ের মধ্যেই এই রোগ দেখা দেয়।

তিনি আরও বলেন, হরমোনের পরিবর্তনের কারণে সাধারণত পোস্টমেনোপজাল নারীরা এ সমস্যায় বেশি ভোগেন, তবে পুরুষদের মধ্যে অস্টিওপরোসিসের ঝুঁকি বেশি। কারণ বেশিরভাগ পুরুষই অস্টিওপরোসিস সম্পর্কে অবগত নন, ফলে এই রোগের দ্রুত চিকিৎসা না করায় পরবর্তী সময়ে গুরুতর স্বাস্থ্য জটিলতার সম্মুখীন হন।

সেমিনারে বিশেষজ্ঞ প্যানেলে ছিলেন—চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজের গাইনী বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা.মুসলিনা আখতার, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের গাইনী সার্জন ডা. তফিকুর নাহার মোনা, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক (এন্ডোক্রাইনোলজি) ডা. মো. রফিক উদ্দিন, মেরিন সিটি মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ফিজিক্যাল মেডিসিন কনসালটেন্ট ডা.মাহফুজুর রহমান, সহকারী অধ্যাপক ও মেডিসিন কনসালটেন্ট ডা. মো. রেজাউল করিম এবং কনসালটেন্ট (রিউম্যাটোলজি) ডা. মো. নাজিবুর রহমান (খোকন)। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হৃদরোগ বিশেষজ্ঞ ডা. এম. এম. আলম (সাদী), গাইনী ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা: রেশমা ফিরোজ, ডা. উর্মি আলম, ডা. নাজমিন সুলতানা,ডা. কোহিনুর আক্তার, বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডা. ইব্রাহিম খলিল উল্লাহ গ্যাস্ট্রোএন্টেরোলজি বিশেষজ্ঞ ডা. মোস্তফা নূর মহসিন রক্তরোগ বিশেষজ্ঞ মু জামাল উদ্দীন তানিন, শিশুরোগ বিশেষজ্ঞ ডা. মো. সগীর ও অন্যান্যরন।

সেমিনারে বিশেষজ্ঞ চিকিৎসকগন অস্টিওপোরোসিসের সমস্যায় লক্ষণ, ব্যবস্থাপনা নিয়ে তাদের মূল্যবান বক্তব্য উপস্থাপন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , মেডিক্যাল ডিরেক্টর (ল্যাব সার্ভিস)ডা. আহামদ রহিম, ,পার্কভিউ হসপিটালের বিভিন্ন বিভাগের মেডিকেল অফিসারগন ম্যানেজার (মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড) মো. জাহেদুল ইসলাম, অন্যন্য কর্মকর্তারা।

প্রসঙ্গত, শরীরের ওজন নিয়ে এখন যতটা মাথাব্যথা আমাদের, ততটা কিন্তু হাড় নিয়ে নয়। অথচ এই হাড়ই কিন্তু বয়সকালে ধরে রাখবে আপনাকে। বয়স, জিনগত কারণ, মেনোপজ, অনিমিয়ত জীবন যাপনে দেখা দেয় অস্টিওপরেসিসের মতো হাড় ভঙ্গুর হয়ে যাওয়ার রোগ।

ওজন কমানোর ঝোঁকে অল্পবয়সীদের মধ্যে বাড়ছে অস্বাস্থ্যকর ডায়েটের প্রবণতা। যার ফলে ওজন কমলেও ভেঙে যাচ্ছে শরীর। দুর্বল হচ্ছে হাড়। স্বাভাবিক ভাবেই বাড়ছে অস্টিওপরেসিসের প্রকোপ। এই অবস্থা সম্পর্কে সচেতনতা বাড়াতে গত ২০ অক্টোবর বিশ্ব অস্টিওপরেসিস দিবস ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

মন্তব্য নেওয়া বন্ধ।