চট্টগ্রামে পার্কভিউ হসপিটালের আয়োজনে ডেঙ্গু ব্যবস্থাপনা বিষয়ক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টম্বর) দুপুরে পার্কভিউ হসপিটালের সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে উপস্থাপনা করেন মেডিসিন কনসালটেন্ট ও সেমিনারের প্রধান বক্তা ডা. মোহাম্মদ রেজাউল করিম।
সেমিনারে সভাপতি হিসেবে ছিলেন, পার্কভিউ হসপিটালের ম্যানেজিং ডাইরেক্টর ও অর্থোপেডিক সার্জন ডা. এ.টি.এম. রেজাউল করিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এ.এস.এম জাহেদ।
সভাপতি ডা. এ টি এম রেজাউল করিম বলেন, বৈজ্ঞানিক সেমিনার মূলত রোগ সম্বন্ধে সবাইকে আপডেটেড রাখার জন্যই আয়োজন করা হয়। দ্রুত শনাক্তকরণ এবং যথাযথ চিকিৎসা ব্যবস্থাই ডেঙ্গুতে মৃত্যুহার ব্যাপকভাবে হ্রাস করতে পারে। সেমিনারে বিশেষজ্ঞ চিকিৎসক দল ডেঙ্গুর লক্ষণ, ব্যবস্থাপনা নিয়ে তাদের মূল্যবান বক্তব্য উপস্থাপন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-কিডনি রোগ বিশেষজ্ঞ ডা. রফিকুল হাসান, মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. ফরহাদ,শিশু রোগ বিশেষজ্ঞ ডা. মো. সগীর, ল্যাব ডিরেক্টর ডা. মাহাবুবুল আলম চৌধুরী মেডিক্যাল ডিরেক্টর (ল্যাব সার্ভিস) ডা. আহামদ রহিম, পার্কভিউ হসপিটালের বিভিন্ন বিভাগের মেডিকেল অফিসারগন, ম্যানেজার (মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড) মো. জাহেদুল ইসলাম, এসিসস্ট্যান্ট ম্যানেজার ( বিডি), নেজাম উদ্দীন অন্য কর্মকর্তারা।
প্রসঙ্গত, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী ২০২৩ থেকে বর্তমানে ৭০টি দেশে ৩৭ লাখের বেশি ডেঙ্গু রোগী এবং ২০০০ এরও বেশি ডেঙ্গুজনিত মৃত্যুর খবর পাওয়া গেছে। এশিয়া মহাদেশে ভারত, নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, আফগানিস্তান, ফিলিপাইন এবং সিঙ্গাপুর সহ ১৩টি দেশ থেকে প্রাদুর্ভাবের খবর পাওয়া গেছে।
মন্তব্য নেওয়া বন্ধ।