পার্কভিউ হসপিটালের সঙ্গে কেইপিজেড়ের ন্যাচারাব এক্সেসরিজের সমঝোতা চুক্তি

স্বাস্থ্য সেবায় চট্টগ্রামের স্বনামধন্য হাসপাতাল পার্কভিউ হসপিটালের সঙ্গে কর্ণফুলী এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) কেন্দ্রিক ন্যাচারাব এক্সেসরিজ বাংলাদেশ (প্রাইভেট) লিমিটেডের কর্পোরেট সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

শনিবার (১২ই আগস্ট) সকাল ১১টায় ন্যাচারাব এক্সেসরিজের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। এই চুক্তি অনুযায়ী পার্কভিউ হসপিটালের পক্ষ থেকে ন্যাচারাব এক্সেসরিজ বাংলাদেশ (প্রাইভেট) লিমিটেড গ্রাহকগণ পার্কভিউ হসপিটাল এবং ডায়াগনস্টিক সার্ভিসে বিশেষ কর্পোরেট সুবিধা উপভোগ করতে পারবেন।

অনুষ্ঠানে পার্কভিউ হসপিটালের পক্ষ থেকে উপস্থিত ছিলেন তালুকদার জিয়াউর রহমান শরীফ (জেনারেল ম্যানেজার), জাহেদুল ইসলাম (ম্যানেজার-মার্কেটিং), সরফুদ্দীন আহমেদ (এক্সিকিউটিভ-এডমিন), বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মো. আব্দুর রাজ্জাক ও মো. মশিউর রহমান।

ন্যাচারাব এক্সেসরিজ বাংলাদেশ (প্রাইভেট) লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সিইও কালিয়ানা কুত্থিগোডা, ডিজিএম (মার্কেটিং এন্ড প্ল্যানিং) নিসান্তা ফার্নান্দো, নায়ানা প্রভাত (ডিজিএম – ফ্যাক্টরি অপারেশন), নীল সুশান্ত (সিনিয়র ম্যানেজার- ইঞ্জিনিয়ারিং), রাশিন্দু করুণারত্নে (সিনিয়র ম্যানেজার- ফাইনান্স), শিব শঙ্কর চৌধুরী ম্যানেজার ( এইচ আর, এডমিন এন্ড কমপ্লায়েন্স)।

মন্তব্য নেওয়া বন্ধ।