বিশ্বমানের স্বাস্থ্য সেবা চট্টগ্রামের মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে পার্কভিউ হসপিটালের সঙ্গে বার্জার পেইন্টস্ বাংলাদেশ লিমিটেড ও বাঁশখালী হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের পৃথক পৃথক সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তি দুটি পার্কভিউ হসপিটাল বোর্ড রুমে অনুষ্ঠিত হয়।
চুক্তি সাক্ষর অনুষ্ঠানে বার্জার পেইন্টস্ বাংলাদেশ লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন মোঃ মোশারফ হোসেন (ম্যানেজার, ভ্যাট কাস্টমস এন্ড ব্রাঞ্চ অপারেশন ফাইন্যান্স), জান্নাত তুজ জোহরা (এডমিন কো-অডিনেটর, এইচআর এন্ড এডমিনিস্ট্রেশন), আজিজুল হক আল কাদেরী (ম্যানেজার, এল আর এন্ড এডমিন, জেএন ইআর এন্ড এডমিনিস্ট্রেশন)।
পার্কভিউ হসপিটালের পক্ষে উপস্থিত ছিলেন ডা. মো: শাহ আলম (মাকেটিং এন্ড ব্রান্ডিং ডিরেক্টর), তালুকদার জিয়াউর রহমান শরীফ (জেনারেল ম্যানেজার), মোঃ জাহেদুল ইসলাম (মার্কেটিং ম্যানেজার), মার্কেটিং টিম এবং অন্যান্য কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
MOU চুক্তির আওতায় বার্জার পেইন্টস্ বাংলাদেশ লিমিটেডের সকল সদস্য ও তাদের পরিবারবর্গ পার্কভিউ হসপিটাল এন্ড ডায়াগনস্টিক লিমিটেডের সেবায় বিশেষ ডিসকাউন্ট সুবিধা ভোগ করতে পারবেন।
অপর অনুষ্ঠানে পার্কভিউ হসপিটালের পক্ষে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিম, ডেপুটি জেনারেল ম্যনেজার (মানব সম্পদ) মোহাম্মদ হুমায়ুন কবির, হেড অফ অপারেশন (ল্যাব) নাইমুর রহমান, ব্রান্ড এন্ড মার্কটিং ম্যানেজার জাহেদুল ইসলাম, মার্কেটিং টিম ও অন্যান্য কর্মকর্তা বৃন্দ।
বাঁশখালী হেলথ কেয়ার ডায়াগনস্টিকের পক্ষে উপস্থিত ছিলেন ফরহাদুল আলম (চেয়ারম্যান), মোহাম্মদ হারেছ (ভাইস চেয়ারম্যান), হেফাজ উদ্দিন (ব্যবস্থাপনা পরিচালক), মোহাম্মদ হেলাল (অর্থ সম্পাদক), মোহাম্মদ শহিদুল ইসলাম (এডমিন অফিসার)।
মন্তব্য নেওয়া বন্ধ।