পার্কভিউ হসপিটালে বৈজ্ঞানিক সেমিনার, উদ্বোধন হলো ব্লাড ব্যাংক

নতুন প্রযুক্তি, উন্নত সেবা, স্বাস্থ্য সমস্যা নিরসনে প্রযুক্তির ব্যবহার ও ব্লাডের বিভিন্ন বেসিক কনসেপ্ট নিয়ে পার্কভিউ হসপিটালে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনার শেষে অতিথিবৃন্দ ব্লাড ব্যাংক উদ্বোধন করেন।

পার্কভিউ হসপিটাল মেডিসিন কনসালটেন্ট ডা. মোঃ রেজাউল করিমের সঞ্চালনায় হসপিটালের কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের শিশু স্বাস্থ্য বিভাগের বিভাগীয় প্রধান ও পার্কভিউ হসপিটালের কনসালটেন্ট অধ্যাপক ডা. এ. কে. এম. রেজাউল করিম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্কভিউ হসপিটালের ম্যানেজিং ডাইরেক্টর ডা. এ.টি.এম. রেজাউল করিম।

কি-নোট স্পিকার হিসেবে ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও পার্কভিউ হসপিটালের হেড অফ ব্লাড ট্রান্সফিউশন ডিপার্টমেন্ট ডা. তানজিলা তাবিব চৌধুরী, পার্কভিউ হসপিটালের বায়োকেমিস্ট্রি কনসালটেন্ট ডা. প্রসূন বড়ুয়া।

প্যানেল অফ এক্সপার্টস হিসেবে ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের হেমাটোলজি বিভাগের প্রফেসর ডা. শাহেদ আহমদ চৌধুরী, চমেক হাসপতাল ও পার্কভিউ হসপিটালের কনসালটেন্ট ডা. সৌরভ বিশ্বাস, ডা. মোঃ জামাল উদ্দিন তানিন।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পার্কভিউ হসপিটালের ল্যাব ডাইরেক্টর ডা. মাহবুবুর রহমান চৌধুরী, মেডিকেল ডাইরেক্টর (ল্যাব সার্ভিস) ডা. আহামদ রহিম, কম্প্লায়েন্স ডাইরেক্টর ডা. সালাহউদ্দিন এম. এ. এইচ. চৌধুরী, নিউরোলজি কনসালটেন্ট ডা. মোঃ তৈয়ব, এনআইসিইউ কনসালটেন্ট ডা. মোঃ সগীর, জেনারেল ম্যানেজার তালুকদার জিয়াউর রহমান শরীফ, ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ হুমায়ুন কবীর, হেড অফ অপারেশন মোঃ নায়ীমুর রহমান, এডমিন অফিসার সরফুদ্দিন আহমেদ ও ব্র্যান্ডিং সিনিয়র অফিসার মোঃ নিজাম উদ্দিন, অফিসার মোঃ আব্দুস সোবহান ও মোঃ আব্দুর রাজ্জাক প্রমুখ।

মন্তব্য নেওয়া বন্ধ।