পার্কভিউ হসপিটাল—এসপেরিয়া হেলথ কেয়ার সমঝোতা চুক্তি

বিশ্বমানের স্বাস্থ্য সেবা চট্টগ্রামের মানুষের দোরগোঁড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে পার্কভিউ হসপিটালের সাথে এসপেরিয়া হেলথ কেয়ার লিমিটেডের সাথে এক সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে।

মঙ্গলবার (১৪ মে) পার্কভিউ হসপিটাল বোর্ড রুমে সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

চুক্তি সাক্ষর অনুষ্ঠানে এসপেরিয়া হেলথ কেয়ার লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ডা. আব্দুর রব, বিজনেজ ডেপলমেন্ট ডাইরেক্টর বিবি জয়নব, ফাইনান্স ডাইরেক্টর জাহেদুল আলম, ল্যাব ডাইরেক্টর ইসমাইল আল রশিদ।

পার্কভিউ হসপিটালের পক্ষে উপস্থিত ছিলেন ব্যবস্থপনা পরিচালক ডা. এ.টি.এম রেজাউল করিম, ডাইরেক্টর (ল্যাব সার্ভিস) ডা. আহমেদ রহিম, জেনারেল ম্যনেজার (প্রশাসন) তালুকদার জিয়াউর রহমান শরীফ, ল্যাব ইনচার্জ জনাব তুষার কান্তি দে, মাকেটিং টিম ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

মন্তব্য নেওয়া বন্ধ।