পার্কভিউ হসপিটাল পরিদর্শনে জাপানের হাই কমিশনার

বাংলাদেশে নিযুক্ত জাপানের হাই কমিশনার ইতো নাওকি চট্টগ্রামের অন্যতম শীর্ষ প্রাইভেট হাসপাতাল পার্কভিউ পরিদর্শন করেছেন।

মঙ্গলবার (১১ জানুয়ারি) দুপুরে তিনি পাঁচলাইল থানার অদূরে অবস্থিত পার্কভিউ হসপিটালে যান। এসময় তার সাথে জাপানী সাহায্য সংস্থা জাইকার উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) শুলকবহর ওয়ার্ডের কাউন্সিলর মোরশেদ আলম উপস্থিত ছিলেন।

জাইকা ও চসিকের সমন্ময়ে হসপিটাল বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের অংশ হিসাবে পার্কভিউ হসপিটালের পরিচালিত বর্জ্য ব্যবস্থাপনা পাইলট প্রকল্পের উন্নয়ন ও অগ্রগতি পরিদর্শন করেন জাপানি হাইকমিশনার ও জাইকার এক্সপার্ট টিম।

পরিদর্শন শেষে হাইকমিশনার হসপিটালের পরিস্কার-পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখে সন্তুষ্টি প্রকাশ করেন। পরির্দশন শেষে তিনি হাসপাতাল পরিচালনা কমিটিসহ প্রকল্পে নিয়োজিত কর্মকর্তা ও কর্মচারীদের ধন্যবাদ জানান।

এসময় পার্কভিউ হসপিটালের জেনারেল ম্যানেজার তালুকদার জিয়াউর রহমান শরীফ, মার্কেটিং ম্যানেজার জাহেদুল ইসলাম, হাউজকিপিং ইনচার্জ আবু আহমেদ, অফিসার আরিফুল ইসলাম, ইঞ্জিনিয়ার তৈয়ব আলীসহ জাইকা এক্সপার্টস টিমের সদস্য ও পার্কভিউ হসপিটালের কর্মকর্তা -কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য নেওয়া বন্ধ।