‘পার্বত্যাঞ্চলের রক্তক্ষয়ী সংঘর্ষের অবসান ঘটিয়েছে আওয়ামী লীগ সরকার’

পার্বত্য চট্টগ্রামের বিরাজমান সশস্ত্র তৎপরতাসহ নানাবিদ সমস্যা সমাধানে বিগত দিনগুলোতে কোন সরকার এগিয়ে আসেনি। একমাত্র বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাই পাহাড়ের চলমান সমস্যাকে রাজনৈতিকভাবে সমাধানের উদ্যোগ গ্রহণ করেন। এরই ধারাবাহিকতায় পার্বত্য শান্তিচুক্তি সম্পাদন করে পার্বত্যাঞ্চলের পাহাড়ি-বাঙালি সকল জনসাধারণের জীবনমান উন্নয়নে ধারাবাহিকভাবে উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। সোমবার (৬ মার্চ) রাঙামাটির লংগদু উপজেলাধীন কালাপাকুজ্জ্যা ইউনিয়নে ছয় শতাধিক পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বিনামূল্যে হোম সোলার সিস্টেম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সোলার প্রকল্পের প্রকল্প পরিচালক হারুনুর রশিদ, আঞ্চলিক পরিষদের সদস্য কামাল উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইকবাল উদ্দিন কালাপাকুজ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বারেক দেওয়ান, যুবলীগ নেতা শাহ নজরুল ইসলাম, ছাত্রলীগ নেতা ইদ্রিস হোসাইন প্রমুখ।

সোলার বিতরণের পর উন্নয়ন বোর্ড চেয়ারম্যান রশিদপুর জামে মসজিদের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

মন্তব্য নেওয়া বন্ধ।